|
Date: 2023-03-08 16:08:39 |
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি নামে ১০ বছরের এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরমজিদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি উপজেলার চরবাটা ইউনিয়নের চর চরমজিদ গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা গেছে, দুপুর ১২টার দিকে পাশের বাড়ির এক ব্যক্তির মাছের ঘেরে পানি দেয়ার জন্য সেচ পাম্প মেশিনে চালু করতে যায় রাব্বি। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।
চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রেব প্রিয় দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024