|
Date: 2023-03-08 16:25:19 |
বিশ্বনাথে পালের চক প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি ও পুরুস্কার বিতরণ
বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী, বৃত্তি প্রাপ্ত ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারি প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসি পালের চক গ্রামের হাজী সবুর আলী ও তাঁর সহধমীনি শিরিন চৌধুরীর অর্থায়নে সোমবার বিদ্যালয় হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শুরুতে ভিত্তি প্রাপ্ত শিক্ষার্থী নওশিন আক্তার তানিশা ও ইয়াছমিন জান্নাতকে ফুল দিয়ে বরন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি হাজী জমির আলীর সভাপতিত্বে ও সহকারি আ ছ ম লায়েকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক, লেখক, গবেষক, ছড়াকার ও গীতিকার মো: আব্দুর রশীদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মো: জমসেদুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: সিরাজ আলী, আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজের সিনিয়ন শিক্ষক হোসাইন আহমদ চৌ:, হলিচাইল্ড স্কুলের ডিরেক্টর আতিকুর রহমান আতিক।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি সাইফুর রহমান গেদা, মো: ফারুক আহমদ, মো: ফয়জুল ইসলাম, মোশাররফ আলী, আরশ আলী, সফিক উদ্দিন, জামাল উদ্দিন, তারেক মিয়া নুর আলম প্রমুখ।
অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহার মোহাম্মদ হেকিম উদ্দীন। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, রুহুল আমিন ও ফাতেমা বেগম। এছাড়াও অনুষ্টানে আর্তিক সহযোগীতা করেছেন হাজি জমির আলী ও প্রবাসি আলম হোসেন।
© Deshchitro 2024