“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী। 


আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, মহিলা বিষয়ক কর্মকর্তা নেওজেশ আরা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024