|
Date: 2023-03-09 00:54:54 |
কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির অভয়নগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ৮ ই মার্চ বুধবার সন্ধ্যায় নওয়াপাড়ায় শরীফ মার্কেটে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদের সভাপতিত্বে বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়ের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন মাহিনী।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, খুলনা বিভাগীয় ও অভয়নগর উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে নিম্নলিখিতভাবে অভয়নগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সভাপতি-রকিবুল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি- গাজী আবুল হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান ইরান, সহ-সভাপতি-মিন্টু রায়, সহ-সভাপতি-জাহিদ হোসেন লিটন, সাধারণ সম্পাদক ফিরোজ খান খোকন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক-তামিম আহমেদ মনির, যুগ্ম সাধারন সম্পাদক-শফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক-মতিন গাজী, অর্থ সম্পাদক মোঃ ইবাদৎ হোসেন সহ ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
পরবর্তীতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো: সুমন সরদার স্বাক্ষরিত পুর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ পূর্বক ঘোষণা করা হবে।
© Deshchitro 2024