|
Date: 2023-03-09 07:26:59 |
নোয়াখালীর সেনবাগে টিবি,ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ কার্যক্রমের উপর ওরিয়েন্টেশন প্রোগ্রাম জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাক, সেনবাগ, নোয়াখালী কর্তৃক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী ) বেলা ১১টায় সেনবাগ ব্র্যাক কার্যালয়ের প্রশিক্ষণ হলে সেনবাগে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাক এর আয়োজনে টিবি, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ কার্যক্রমের উপর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ব্র্যাক এর স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মকর্তাগণ বক্তব্যে বলেন টিবি, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ এর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও সনাক্তকৃত রোগীর চিকিৎসা সেবা ফ্রি'তে দেয়া হয়। সমাজে শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, ধর্মীয় উপসনালয়ের প্রতিনিধি ও সাংবাদিকদের মাধ্যমে টিবি, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ এর প্রয়োজনীয় বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, ধর্মীয় উপসনালয়ের প্রতিনিধি ও সাংবাদিকগণ।
© Deshchitro 2024