|
Date: 2023-03-09 07:43:43 |
আজ ০৯ মার্চ ২০২৩খ্রি. বৃহস্পতিবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সকাল ১০:০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, গোপায়া, ধুলিয়াখাল হবিগঞ্জ এর অভ্যন্তরে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনদিনের শারীরিক সক্ষমতা যাচাই বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীগণ আজ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ১৯ মার্চ ২০২৩ সকাল ১০:০০ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়োগ বোর্ডের সভাপতি হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয় ছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স হতে মনোনীত প্রতিনিধি জনাব জি. এম আবুল কালাম আজাদ, বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা, জনাব মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, অন্যান্য সদস্য হিসেবে জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ সার্কেল, সুনামগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ,জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, ডাঃ প্রসূন কান্তি দেব, সহকারি সার্জন, পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024