|
Date: 2023-03-09 09:06:52 |
গাজীপুরের শ্রীপুরে মাওনার চৌরাস্তা এলাকা থেকে ২০পিচ বিদেশি মদসহ শাকিল হোসেন(২৪) নামের
মাদক কারবারিকে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।
গ্রেফতার শাকিল একই উপজেলার বারতোপা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার(৯ই মার্চ)বেলা ২টায় হাইওয়ে থানায় সাংবাদিকের এ তথ্য জানায় মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ কুমার বিশ্বাস।
তিনি বলেন,বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন যুবক বিদেশি মদ নিয়ে মাওনার বিভিন্ন এলাকা সরবরাহ করবে।
এ তথ্যের ভিত্তিতে আজ সকাল পৌনে ১১ টায় মাওনা চৌরাস্তার পুড়ানো থানায় সামনে চেকপোস্ট পরিচালনা করি। এতে বিশেষ কায়দায় দুইটি ক্যারেটে পলিথিনে মোড়ানো মুভমেন্ট ৫ বোতল ও ইন্ডিয়ার বোটকা মদ ১৫ বোতলসহ শাকিল হোসেন নামের মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।যার বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা।
তিনি আরও জানায়,সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায়।
© Deshchitro 2024