কুড়িগ্রামে ২৪ ঘন্টায় ৪০ আসামি গ্রেফতার 


কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি। 


বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশ জানায়, সিআর ওয়ারেন্ট মুলে ৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে কুড়িগ্রামে ১জন এবং রাজিবপুরে ২ জনকে গ্রেফতার করা হয়। জি আর  সাজা ওয়ারেন্ট মুলে নাগেশ্বরীতে একজন এবং রাজারহাটে  একজনকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলায়,কুড়িগ্রাম ২ জন, উলিপুরে ৫জন, নাগেশ্বরীতে ৩জন, ফুলবাড়ীতে ১১জন,  ভূরুঙ্গামারীতে ৩ জন এবং কচাকাটায় ২ জনকে গ্রেফতার করা হয়। 


এছাড়া ফুলবাড়িতে পূর্বের মামলায় ৩ জন, 

১৫১ ধারায় কুড়িগ্রামে ৪ জন এবং নাগেশ্বরীতে ২ জনসহ মোট ৪০ জন আসামীকে গ্রেফতার করা হয়। 


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024