বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতনে এনসিটিএফ ও পরিত্রানের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী,আলোচনাসভা,বিতর্ক প্রতিযোগিতা সহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালীটি হরিনগর বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়ারদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিত্রানের প্রোগ্রাম সমন্বয়কারী রবিউল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

পরিত্রানের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইনের সঞ্চালনায় জেন্ডার সহিংসতায় কে দায়ী, নারী না পুরুষ এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024