কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন(৩৫) নামে

একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


কক্সবাজার র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ জামিলুল হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,বৃহস্পতিবার(৯ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর একটি আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে এবং উক্ত অভিযানে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে কামাল উদ্দিন নামে একজন মাদক কারবারীকে আটক করে। সেখানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় উখিয়া পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড থাইংখালী হাকিমপাড়ার মৃত ইলিয়াসের ছেলে কামাল উদ্দিন(৩৫) বলে জানা যায়। ধৃত ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিভিন্ন উৎস হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।


তিনি আরো জানান, আটকব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024