|
Date: 2023-03-10 02:43:39 |
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী ) বিকেল ৪ টায় নোয়াখালীর সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন -২০২৩ সেবার হাট শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আ'লীগের নেতা আবদুল হক এর সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম আরম্ভ হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, মানবিক নেতা, নারী শিক্ষার অগ্রদূত লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল ও সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক আ স ম জাকারিয়া মামুন ।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ববৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্ববৃন্দ, যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকগণ।
© Deshchitro 2024