|
Date: 2023-03-10 11:40:46 |
আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের গডফাদার মোঃ নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাতসহ চোর সিন্ডিকেটের ০৪জন আসামীকে গ্রেফতার এবং চোরাইকৃত ০২টি গরু, ০১টি পিকআপ ও ০২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী ) কিছুদিন ধরে কোম্পানীগঞ্জ থানা এলাকায় বেশ কিছু গরু চুরি হয়। উক্ত চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর সিন্ডিকেটকে সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশী তৎপরতা জোরদার করতঃ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০১, তাং-০১/১০/২০২২ইং, ধারা-৪৫৭/৩৮০/৪১১পেনাল কোড এর চুরি যাওয়া ০৪টি গরু উদ্ধারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া চরপার্বতী ইউপির কে.টি.এম.হাট হইতে আসামী আব্দুল মোতালেব লিটন (৩০) কে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায় যে, তাহার সঙ্গীয় আসামী মোঃ নিজাম উদ্দিন (৪৫), মোঃ সেলিম (৪৩) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই আল -আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সেকে নিয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহায়তায় আসামী মোঃ নিজাম উদ্দিন এবং মোঃ সেলিম'দ্বয়কে আটক করে এবং তাহাদের হেফাজতে থাকা ০১টি হলুদ রংয়ের পিক-আপ গাড়ী, একটি তালা কাটার যন্ত্র, ০২টি রাবার ম্যাট উদ্ধার করা হয়। মোঃ নিজাম উদ্দিন এবং মোঃ সেলিম'দ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহারা জানান যে, তাহার সূত্রোক্ত মামলার চোরাইকৃত ০৪টি গরুর মধ্যে ০২টি গরু ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় মোঃ নূর আলম (৪৫) কে ০২টি চোরাইকৃত গরুসহ গ্রেফতার করা হয়।
ইতিপূর্বে সূত্রোক্ত মামলার ঘটনার সাথে জড়িত আসামী খোকন (৩৫) কে ০১টি নীল রংয়ের পিকআপ গাড়ী, ০১টি তালা কাটার যন্ত্র, ০২টি মোটর সাইকেল, ০৩টি রাবার ম্যাট এবং চোরাইকৃত গরু বিক্রির নগদ ১,৪০,০০০/- টাকা উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল পিপিএম বার জানান উক্ত আসামীদেরকে যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024