|
Date: 2023-03-10 13:10:15 |
শ্যামনগরে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস উদ্যাপন উপলক্ষে ভূমিকম্প ,অগ্নিকান্ড বিষয়ক মহড়া ,র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা সহ সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, পল্লী বিদ্যুৎ শ্যামনগরের ডিজিএম সনজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সিপিপি টিমলিডার প্রমুখ।
ছবি- শ্যামনগরে এমপি জগলুল হায়দারের নেতৃত্বে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবসের র্যালী।
© Deshchitro 2024