যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী পুড়াখালী উত্তর পাড়া জামে মসজিদে ১৩২ তম মাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে 


পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিমাসের দ্বিতীয় শুক্রবার তাফসিরুল কোরআন মাহফিল টি অনুষ্ঠিত হয়।সে অনুযায়ী ১০ মার্চ মাগরিবের নামাজের পর ১০ বছর পূর্তিতে  জনাব জুলফিকার আলী (এরশাদের) প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুফতি সাইফুল ইসলাম কাসেমী, এবং মুফতি ইসমাইল হোসাইন রাহমানী। বক্তাগণ কুরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন দিক আলোচনা করেন, বিশেষ করে কুরআন শিক্ষার গুরুত্ব দিয়ে মসজিদভিত্তিক কুরআন শিক্ষার ব্যবস্থা করার গুরুত্বারোপ  করেন।

অভয়নগরে ব্যতিক্রমধর্মী এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রতিমাসে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারাদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করলেও মাগরিবের নামাজের সময়এই মাহফিলে উপস্থিত  হয়। ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা বায়ান পেশ করেন। 

উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে  দেশের বিভিন্ন খ্যাতনামা ওলামায়েকরম বিভিন্ন সময় বায়ান পেশ করে থাকেন। উল্লেখযোগ্য আলোচক যেমন,মুফতি  ওমর ফারুক -সন্দ্বীপী, মুফতি  ইয়াহিয়া সাহেব -মসলা মাদ্রাসা, মুফতি  আলী হোসেন সাহেব -খুলনা, মুফতি গোলাম রহমান সাহেব- খুলনা, মুফতি আমানুল্লাহ কাসেমী যশোর, মুফতি গোলামুর রহমান খুলনা, মাওলানা হামিদুর রহমান যশোর, মুফতি রফিকুল ইসলাম খুলনা, মাওলানা মাসুম বিল্লাহ নোয়াপাড়া, মুফতি আবু মুসা অভয়নগর, সহ আরো অন্যান্য ওলামায়েকরামগণ বয়ান পেশ করেন।উক্ত মাহফিলে বক্তাগণ বিষয়ভিত্তিক বয়ান পেশ করেন, মাহফিল শেষে এলাকাবাসীর পক্ষ থেকে তাবারক বিতরণ করা হয়। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা আগ্রহচিত্তে এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হন। এই ধরনের ব্যতিক্রমী মাহফিল বিভিন্ন এলাকায় সাড়া জাগিয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024