|
Date: 2023-03-10 18:40:14 |
ব্যারিস্টার হলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মাদারীপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ জেলা পরিষদের সাধারণ সম্পাদক জনাব মুনির চৌধুরীর এক মাত্র ছেলে, মরহুম সেরাজুল হক চৌধুরী ও হোসনে আরা চৌধুরীর বড় নাতি নাবিল চৌধুরী, বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন্ থেকে আইন শিক্ষার মর্যাদাপূর্ণ ডিগ্রি ব্যারিস্টার -বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) "ল" ডিগ্রি অর্জন করেছেন। তিনি এলএলবি ইউনিভার্সিটি অফ লন্ডনে এবং এলএলএম করেছেন বিপিপি ইউনিভার্সিটি লন্ডন থেকে।
ব্যারিস্টার নাবিল চৌধুরীর এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবরাও ভীষণ খুশি। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়াতে তাঁকে অভিনন্দনে ভাসাচ্ছেন। তার পৈতৃক নিবাস মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায়। দুইভাই বোনের মধ্যে ব্যারিস্টার নাবিল চৌধুরী ছোট এবং তার বড় এক বোন রয়েছে।
পড়াশুনার পাশাপাশি ক্রিকেট খেলায়ও ব্যারিস্টার নাবিল চৌধুরী অনেক পারদর্শী। একসময় খেলতেন ঢাকা DOHS ক্লাবের হয়ে। লন্ডন গিয়ে পড়াশুনার পাশাপাশি তিনি কয়েকটি ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন। এক সময় স্থানীয় এসেক্স কাউন্টি লীগের সুপরিচিত নাম ছিলেন এই নাবিল চৌধুরী। এক সিজনে সর্বোচ্চ রানও করেছিলেন।
অত্যন্ত মেধাবী, রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও তার মধ্যে অহংকার এর কোনো ছিটেফোঁটা নেই। অত্যন্ত ভদ্র, স্বল্পভাষী ও মিশুক মনের অধিকারী হওয়ায় সবাই তাকে অত্যন্ত ভালোবাসেন। বাবা মায়ের অহংকার আর সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন ব্যারিস্টার নাবিল চৌধুরী। আশাকরি কর্ম জীবনেও তিনি তার সুনাম ও সাফল্য ধরে রাখবেন।
© Deshchitro 2024