নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং  নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের প্রতিষ্ঠাতা ও সভাপতি  মীর আনোয়ার হোসেন অদ্য সকাল ৮ টা ৩০ মিনিটে  নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। 

বাদ যোহর ডি.পি. রোড জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তার প্রতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে  ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সন্মানিত সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ফেডারেশনের ঢাকা বিভাগীয় সভাপতি মন্ডলীর সদস্য বাবু উত্তম কুমার সাহা। এরপর সর্বস্তরের মানুষ ও নাট্যকর্মীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়। 


১৯৫৫ সালে নারায়ণগঞ্জ জেলার দেওভোগ এলাকায় জন্মগ্রহণ করেন মীর আনোয়ার হোসেন। শৈশব এবং কৈশরকালে বেড়ে ওঠেন এখানেই। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন নাট্যদল "নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন" । এরপর রচনা করেন একের পর এক নাটক,  লিখেছেন বিভিন্ন বই এবং শিল্প সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন। ১৯৭৬ থেকে ২০২৩ পর্যন্ত গুণী এই নাট্যকারের প্রযোজনায় ও নির্দেশনায় মঞ্চায়িত হয়েছে প্রায় অর্ধ শতাধিক নাটক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024