|
Date: 2023-03-11 09:26:45 |
লন্ডনে যাওয়ার ১০ দিনের পর অগ্নিকান্ডে মারা গেলেন সেনবাগের মিজান
অনেক স্বপ্ন নিয়ে লন্ডনে গিয়েছিলেন মিজানুর রহমান। কিন্তু সেই স্বপ্ন পুরণের আগেই মাত্র দশ দিনের মাথায় লন্ডনে অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর আহত প্রবাসি মো. মিজানুর রহমান মিজান (৪২)। চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের দি রয়েল লন্ডন হসপিটালে বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। নিহত মিজানুর রহমান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও প্যানেল চেয়ারম্যান হাজী আবদুর রব মিয়ার বড় ছেলে। ওই অগ্নিকান্ডের ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছেন।নিহত মিজানের পিতা হাজী আবদুর রব মিয়া স্থানীয় সাংবাদিকদের জানান, তার পুত্র মিজান গত ২৪শে ফেব্রুয়ারী ভিজিট ভিসায় লন্ডন যায়। এর পর সে পূর্ব লন্ডনের “শেড ওয়েল ভবনের চতুর্থ তলার একটি প্লাট বাসায় ওঠেন। ৫ মার্চ ওই ভবনের ৪র্থ তলায় আগুন লেগে তার পুত্র মিজান মারাত্নকভাবে দগ্ধ হয়ে গুরুতর আহত হয় এবং ধোঁয়ায় ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়। পরে তাকে চিকিৎসার জন্য লন্ডনের “দি রয়েল লন্ডন হসপিটালে” ভর্তি করানো হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মিজান মারা যান।তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছেলে পরিবারে শুরু হয় শোকের মাতম। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা খাদিজা আক্তার খুঁকি, ছেলে ইরফানুর রহমান রাফি ও মেয়ে নুসরাত জাহান সুরাইয়া ও স্ত্রীর চোখেও কান্না। দ্রুত সময়ের মধ্যে মিজানুর রহমানের মৃতদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবার।
© Deshchitro 2024