শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিরাপদ খাদ্য ও অপুষ্টি বিষয়ে একদিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ শনিবার ২০২৩ সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রধান ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা। জনগণকে সচেতন করতে কর্মশালায় নিরাপদ স্বাস্থ্যসম্মত খাদ্য, রক্তসল্পতা, অপুষ্টি ও করোনা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, সভার সভাপতি ডাঃ রাজীব সাহা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মুন্নাফ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম রবি। উক্ত কর্মশালায় সঞ্চালনায় ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট সাদিকুর রহমান সাদিক। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024