যত মত তত পথ হিন্দু স্বার্থে  একমত এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় সংসদের সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূন: প্রতিষ্ঠার দাবিতে রেলি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় মন্দির থেকে একটি রেলি  বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  ফুলবাড়ী জিরো পয়েন্টে  ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ফুলবাড়ী শাখার উপদেষ্টা ধনেশ চন্দ্র মধু, জাতীয় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ফুলবাড়ী শাখার সভাপতি বিশ্বনাথ সরকার, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সাংগঠনিক সম্পাদক জোতিশ চন্দ্র সেনসহ আর অনেক।

এসময় সংখ্যালঘু হ্রাস রোধ কল্পে সংসদে সংরক্ষিত আসনের দাবী জানান বক্তারা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024