|
Date: 2023-03-11 11:44:55 |
জমকালো আয়োজনে শেরপুর জেলায় প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ১০ মার্চ শুক্রবার বিকেল ৩টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ওই টুর্নামেন্টে নকলা উপজেলা একাদশকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা একাদশ। বিপুলসংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন। পরে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে মুঠোফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। এতে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পতি প্রকৌশলী নাহিদ নেওয়াজসহ অন্যান্য অতিথিগণ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে নগদ ১ লক্ষ টাকা ও স্বর্ণমোড়ানো ট্রফি এবং রানার্স-আপ দলকে নগদ ৫০ হাজার টাকা ও রূপায় মোড়ানো ট্রফি তুলে দেয়া হয়। উল্লেখ্য, শেরপুর জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভাসহ মোট ৮টি দল নিয়ে ওই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024