যশোরের অভয়নগরে শ্রীধরপুর গ্রামে মফিজ মেড়লের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 

এলাকাবসী সূত্রে জানাযায় ১১ মার্চ শনিবার  বেলা ১১ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে । অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটার সময় বসত বাড়িতে কেউ ছিল না বলে এলাকাবাসী জানান। ঘরে আগুন ধরে গেলে এলাকাবাসী ছুটে আসে কিন্তু বাড়িতে কেউ না থাকায়এবং ঘরটি তালা বদ্ধ অবস্থায় থাকার  কারণে অগুন নিয়ন্ত্রনে আনতে এলাকাবাসীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।  ঘরে তালা বদ্ধ থাকায়  আগুন এত টাই ছড়িয়ে পড়ে,যে গ্রামবাসীদের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়ে। চোখের নিমিষেই বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় মফিজ মোড়লের অনেক কষ্টে গড়া বসতবাড়ি। মফিজ মোড়ল বলেন আগুন এত টাই দ্রুত ছড়িয়ে পড়ে ঘর থেকে কোনো মালামাল আমরা বের করতে পারিনি। তিনি বলেন, আমি এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।  তারা বলেন প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে । স্থানীয় শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ নাসির উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে  ক্ষতিগ্রস্ত মফিজ মোড়লকে সান্তনা দেন। পাথালিয়া পুলিশ ক্যাম্পের এস আই সামসুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা নিশ্চিত করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে অনেকই ধরনা করছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024