সবার জন্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী গুচ্ছ গ্রামে (ব্যারাক) শনিবার সকাল ১১টায় "সবার জন্য নিরাপদ খাদ্য" নিশ্চিতকরণের দাবিতে পেস্টি সাইড একশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক এবং বারসিকের আয়োজনে  জনকর্মসূচি অনুষ্ঠিত হয় ।
   
অনুষ্ঠানে কৃষক, জেলে, মুন্ডা, আদিবাসী, বাগদি, গবেষক, নারী পুরুষ সহ যুব, স্থানীয় সরকারের প্রতিনিধি অংশগ্রহণে নিরাপদ খাবার নিশ্চিত করতে সচেতনতা নিয়ে আলোচনা করেন বারসিকের গবেষক ও লেখক পাভেল পার্থ।

 অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,জমিতে কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া মানুষসহ গবাদি প্রাণী সম্পদ এবং সকলের নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য সকলের ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি। সেই সাথে সব খাবারকে নিরাপদ করার দাবি জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা রাম কৃষ্ণ জোয়ারদ্দার, বাবলু জোয়ারদার প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024