|
Date: 2023-03-11 15:35:00 |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিদরিদ্রের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। শনিবার উপজেলা সরিষা ইউনিয়নের নাপিতের বাজারের ডিলার আব্দুল হেলিমের দোকানে সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারি নিয়মে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে চাল না বিতরণে নির্দেশ থাকা সত্বেও তার অনুপস্থিতিতে দেয়া হচ্ছে চাল। এসময় দেখা যায় ৩০ কেজির স্থলে দেয়া হচ্ছে ২৬ থেকে ২৭ কেজি।
সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের ২২৬ নং কার্ডধারী আবু তালেব জানান, গত মাসেও তাকে চাল দেয়া হয়নি এ মাসে ৩০ কেজির স্থলে ২৭ কেজি চাল দেয়া হয়। এছাড়াও ১৬১নং কার্ডধারী আব্দুল মোতালেব ২৬ কেজি ও চাপিলাকান্দা গ্রামের ১৮৬ নং কার্ডদারী হালিমা খাতুন ২৮ কেজি চাল পেয়েছেন বলে জানান। পরে ওই তিনজনের চাল ডিলারের ডিজিটাল মিটারে ওজন করে তার সত্যতা পাওয়া যায়।
ডিলার অসুস্থ্য থাকায় চাল বিতরণ করছেন তার পুত্র শাহজানান, তিনি জানান, প্রতিজনকে ১কেজি করে কম দেয়া হয়েছে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ৫০ কেজির বস্তায়ই চাল কম থাকে। তাই কম দেয়া হচ্ছে। এসময় ট্যাগ অফিসারকে খোঁজে পাওয়া যায়নি। ট্যাগ অফিসার সম্পর্কে জানতে চাইলে বলেন, তার অনুমতি নিয়েই চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক জায়নাল আবেদিন জানান, চাল বিতরণের সময় অবশ্যই ট্যাগ অফিসার উপস্থিত থাকবে। চাল কম দেয়ার বিষয়টি ইউএনও স্যারের কাছ থেকে জানতে পেয়ে প্রাথমিক তদন্তে এর সত্যতা মিলেছে। ওজনে কম দেয়া হয়ে থাকলে যাথাযথ ব্যবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024