নবগঠিত ঈদগাঁও উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়ন খোদাইবাড়ী আর এস নুরানী ইনস্টিটিউট এর বার্ষিক সভা ও ক্রীড়া সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।আজ সকাল নুরানী মাঠ পাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে   প্রধান আলোচক, জনাব মিজানুর রহমান চেয়্যারম্যান আইডিয়াল গ্রুপ বাংলা বাজার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দু রাজ্জাক শিক্ষক  ইছাখালী  দাখিল মাদ্রসা,জনাব, মোঃ রমজান আলী নিজামী শিক্ষক ঈদগড় বদর মোকাম দাখিল মাদ্রসা,জনাব, মোঃ বেলাল উদ্দিন আজাদ শিক্ষক ভোমরিয়াঘোনা হাজী শফিক আহম্মাদ দাখিল মাদ্রসা, জনাব, আরিফুল ইসলাম শিক্ষক বাংলা বাজার আইডিয়াল স্কুল জনাব, জসীম উদ্দীন মনির জনাব, মোহাম্মাদ হানিফ,জনাব,আবদুল মালেক, জনাব,আমানুল হক আমানু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।  উক্ত আনুষ্ঠানের 

সভাপতিত্ব  করেন  অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি রশিদ মিয়া, সাবেক এম, ইউ পি, ৭নং ওয়াড, ইসলামাবাদ, উক্ত আনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, 

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোহাম্মদ ইয়াসিন বিন আজাদ।


উক্ত অনুষ্ঠানে নুরানি ছাত্র ছাত্রীরাপায়  বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের কে পুরষ্কৃত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024