মুহাম্মদ নাছির উদ্দীন
প্রতিনিধি,ফটিকছড়ি উপজেলা,চট্টগ্রাম
=========================

২নং দাঁতমারা ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ পরিষদ কতৃক অসুস্থ দুইজন রোগীকে আর্থিক অনুদান উপহার ১১/৩/২০২৩ ইং রোজ শনিবার,
চট্টগ্রাম জেলা,ফটিকছড়ি উপজেলা,ভূজপুর থানা,
২নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্ভুক্ত শান্তিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে,উক্ত সংগঠনের পক্ষে থেকে ৯নং ওয়ার্ড হেয়াকোঁ কেছিয়া নিবাসী মোঃসাইফুল ইসলাম,পিতা মোঃইউনুচ,অসুস্থ ব্যক্তির পক্ষে আর্থিক উপহার গ্রহন করেন,মোঃশাহাব উদ্দিন
এবং ৫ নং ওয়ার্ড হাসনাবাদ পেলারখিল নিবাসী,
মোঃআলী আকবরের পক্ষে গ্রামের সর্দার জনাব মাহবুবুল আলম এই অনুদান গ্রহণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন ২নং দাঁতমারা ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ পরিষদ,৬নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃফারুক খান,একাউন্ট হোল্ডার,মাও: আবু তালেব,মোঃআলমগীর হোসেন পিন্টু,মাস্টার মোঃমাহমুদুল হাসান,ব্যাবসায়ী মোঃবেলাল সও: মোঃআলমগীর সও:,মোঃ মেহেদী হাসান প্রমুখ।
উল্লেখ যে,
সংগঠন বর্তমান সভাপতি,মোঃজাহাঙ্গীর মির্জা
একদল প্রবাসী মানবিক ব্যক্তিদের নিয়ে ১০/১০/২০১৯ ইং সংগঠন প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠালগ্নে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক  জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে,অসুস্থ রোগীকে আর্থিক অনুদান উপহার,খাদ্য সামগ্রী বিতরণ,বস্ত্র বিতরণ, বাসস্থান তৈরি সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ এগিয়ে যাচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024