◾ স্পোর্টস ডেস্ক


টাইগারদের এশিয়া কাপের মিশন শুরু হবে আগামী ৩০ আগস্ট। নিজেদের প্রস্তুত করতে টিম টাইগার শনিবার (২০ আগস্ট) সকালে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে। তবে প্রথম দিনেই দুঃসংবাদ এলো টাইগার শিবিরে। অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।


এই চোট হাসানের এশিয়াকাপের জন্য শঙ্কার হতে পারে এমন ধারণা করছেন ক্রিকেটপ্রেমী অনেকেই। তবে অফিসিয়ালি বিসিবির মেডিকেল টিম এখনও কিছু জানায়নি। বিসিবি বলছে, এক্স-রে রিপোর্ট দেখার পরই তার আসল অবস্থা জানা যাবে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী সংবাদ মাধ্যমে বলেছেন, অনুশীলের সময় হাসান অ্যাঙ্কেলে চোট পান। এখন মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন। কিছুক্ষণ পর এক্স-রে করাতে নেওয়া হবে। এরপর আসলে জানা যাবে তার বর্তমান অবস্থা। এশিয়া কাপ নিয়ে শঙ্কা কি না সেটা এক্স-রে রিপোর্ট হাতে না পেয়ে বলা যাচ্ছে না।


ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফিরেছিলেন দলে। দারুণ পারফর্ম করে জায়গা করে নিয়েছেন আসন্ন এশিয়া কাপের দলেও। কিন্তু ইনজুরিতে আবারও দুর্ভাগ্যের কবলে পড়েন কি না হাসান, সেটাই এখন চিন্তার বিষয়।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024