|
Date: 2023-03-12 11:41:31 |
শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ২৯৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে থানা পুলিশ। ১২ মার্চ রবিবার ভোর রাতে উপজেলার কদমতলী বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুঁইয়া জানান, রোববার ভোর রাতে ঝিনাইগাতী বাজার থেকে শেরপুরগামী একটি প্রাইভেটকারকে সন্দেহ হয় পুলিশ সদস্যদের। এ সময় ঝিনাইগাতী বাজারে ডিউটি থাকা অবস্থায় এসআই মাসুদ রানা ও এএসআই আতিক প্রাইভেটকারকে সিগন্যাল দিলে দ্রুতগতিতে শেরপুরের দিকে যেতে থাকে গাড়িটি। পরে পুলিশ সদস্যরা প্রাইভেটকারটিকে আটক করতে ধাওয়া করলে নন্নী বাজার হয়ে কদমতলী বাজারে গিয়ে পাশের একটি সড়কে প্রাইভেটকারটি রেখে চালকসহ আরোহীরা পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকারের পেছনের অংশে ১২টি প্যাকেট থেকে ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ঝিনাইগাতী থানার ওসি মোঃ মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
© Deshchitro 2024