খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাজারে পুলিশের অভিযানে ১৬ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। 

রোববার সকাল ১০ ঘটিকায় মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়ার নিদর্শে এসআই মো: সাদ্দাম হোসেন, এসআই মাসুদ আলম পাটওয়ারী, এএসআই  কামরুল আরেফিন চৌধুরী বিশেষ অভিযান চালিয়ে মাটিরাঙ্গা বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ক্যারেটে ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃত আসামীরা হলেন কুঞ্জ মোহন ত্রিপুরা(২৪) পিতা- দেবেন্দ্র ত্রিপুরা, সজীদ চাকমা(১৯) পিতা: সসুময় ত্রিপুরা। উভয়ের ঠিকানা ধন্তি রাম পাড়া, ওয়ার্ড ৭, মাটিরাঙ্গা ল ইউপি,  মাটিরাঙ্গা থানা, খাগড়াছড়ি। তাদের মধ্যে কালা ত্রিপুরা নামে আরেক আসামী পলাতক রয়েছে। আটককৃত আসামী জানায় তারা মাটিরাঙ্গার ওয়াছু এলাকা হতে এই মদগুলো খাগড়াছড়ি বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

মাটিরাঙ্গা থানার ওসি মোঃ জাকারিয়া জানান, আটক আলী হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024