২০২২-২৩ সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় ১৮৯ তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জের মেয়ে আয়েশা সিদ্দিকা লামিয়া । ভর্তি পরীক্ষায় ৮০ মার্ক পেয়ে ‌সে মোট ২৮০ স্কোর অর্জন করে।  সারাদেশের ১৯ টি কেন্দ্রের মধ্যে তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল খুলনা শহরের বয়রা সরকারি মহিলা কলেজ।
মোরেলগঞ্জে এইচ এস সি পরীক্ষায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ ও মোরেলগঞ্জে সর্বোচ্চ নম্বর পেয়ে লামিয়া উপজেলায় প্রথম স্থান অধিকার করে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তার পরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সাফল্যের জন্য খুশী তার পরিবার, শিক্ষকমহল ও তার আত্মীয়-স্বজন। মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সরকারি  চাকরিজীবী পিতা শফিকুল ইসলাম ও গৃহীনী মাতা লাভলী বেগমের মেয়ে লামিয়া ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী ছিল। মেধাবী এই ছাত্রী মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় এ প্লাস ও বৃত্তি পেয়ে কৃতিত্বের  পরিচয় দেয় আগে থেকেই । 

 এছাড়া  সহশিক্ষা কার্যক্রমেও তার রয়েছে অনেক সফল্য। ছোটবেলা থেকেই লামিয়ার  স্বপ্ন  ডাক্তার হয়ে সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর। তার পিতা-মাতা বলেন, আল্লাহ লামিয়ার স্বপ্ন পুরণ করেছেন।

মোরেলগঞ্জের এই মেধাবী শিক্ষার্থী লামিয়া জানান, আমার মা-বাবার স্বপ্ন আমাকে মেডিকেলে পড়িয়ে ডাক্তার বানানোর। আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া আর শিক্ষকদের সহযোগিতায় এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024