ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আর প্রথম সিরিজেই ইংলিশদের হারিয়ে দিল সাকিবের দল।


এক ম্যাচ বাকি থাকতেই বিশ্ব চ্যাম্পিয়নদের সিরিজ হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে টাইগাররা। ৭ বল বাকি থাকতেই এসেছে ৪ উইকেটের জয়। ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে ২-০ ব্যবধানে। 


ছোট লক্ষ্য তাড়ায় আফিফের উইকেটে হঠাৎ করেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। স্যাম কারেনের ১ ওভার বাকি ছিল, সেটি হয়তো বাটলার রেখেছিলেন ২০তম ওভারের জন্য। তবে সে পর্যন্ত অপেক্ষা করেননি নাজমুল-তাসকিনরা। 


১৯তম ওভারে প্রথমবারের মতো এসেছিলেন ক্রিস জর্ডান। প্রথম বলে ফাইন লেগ ও স্কয়ার লেগের মাঝ দিয়ে চার মেরেছেন নাজমুল, পরের বলে রেহানের মিসফিল্ডে এসেছে ডাবলস। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তাসকিন আহমেদকে স্ট্রাইক দিয়েছিলেন নাজমুল। 


অফ স্টাম্পের বাইরে থেকে টেনে তাতে চার মেরেছেন তাসকিন। পরের বলে এক্সট্রা কাভার দিয়ে এসেছে আরেকটি চার, তাতেই ম্যাচ ও সিরিজ জয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশ! 


১১৮ রানের লক্ষ্যে বাংলাদেশের পথচলা ঠিক দাপুটে ছিল না। তবে লম্বা সময় ধরেই নিয়ন্ত্রণ ছিল তাদের কাছে। এক দিকে উইকেট হারালেও নাজমুল ছিলেন অবিচল, শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তিনি।  


চট্টগ্রামে খেলেছিলেন ঝড়ো ইনিংস, আজ পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেললেন ৪৭ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস। বোলিংয়ে দুর্দান্ত মিরাজ ব্যাটিংয়েও রেখেছেন অবদান। ১৬ বলে ২০ রান করেন মিরাজ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024