|
Date: 2023-03-12 18:17:32 |
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে আবৃত্তি একটি অন্যতম শিল্প। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, সুন্দর উপস্থাপনা এবং শ্রুতিমধুর বাচনভঙ্গি আয়ত্ব করার জন্য আবৃত্তি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা অপরিহার্য। মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) আবৃত্তি মঞ্চের ১০ম আবৃত্তি উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) এবং অতিথিবৃন্দকে আবৃত্তি মঞ্চের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অতিথিবৃন্দকে সাথে নিয়ে ১০ম আবৃত্তি উৎসব উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘কালান্তক’ এর মোড়ক উন্মোচন করেন। পূর্বাহ্নে চবি আবৃত্তি মঞ্চের ১০ম আবৃত্তি উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024