|
Date: 2022-08-20 11:51:07 |
◾ নিউজ ডেস্ক
১৪৫ টাকা মজুরির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। আজ শনিবার বেলা ৩টায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে ১৩ আগস্ট থেকে সারাদিন কর্মবিরতি পালন করে আসছিলেন চা শ্রমিকরা।
নিপেন পাল বলেন, চা শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সরকারের এই প্রস্তাব শ্রমিকেরা মেনে নিয়েছেন।
বেলা তিনটায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে শ্রম অধিদপ্তর।
বৈঠকে সরকারের পক্ষ থেকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুস শহীদসহ মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতিনিধি এবং চা-শ্রমিকদের পক্ষে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে একই দাবিতে চা শ্রমিক ইউনিয়নের ডাকে ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। এই চারদিন শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেন।
সমস্যা সমাধানে ১৬ আগস্ট শ্রীমঙ্গলের শ্রম দপ্তরে বেলা ১১টার দিকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে শ্রমিক নেতারা তাদের দাবি তুলে ধরেন। মহাপরিচালক গুরুত্ব দিয়ে শ্রমিকদের কথাগুলো শোনে তাদের আশ্বস্ত করেন।
© Deshchitro 2024