|
Date: 2023-03-13 06:46:11 |
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে পুলিশ এ্যসল্ট মামলার আসামী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য তাজুল ইসলাম মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় শনিবার (১১ মার্চ) ২৩ ইং তারিখে দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিওিতে লাখাই থানার উপপরিদর্শক (এস আই) দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বামৈ ইউনিয়নের বামৈ বড় বাজার এলাকা থেকে মুড়িয়াউক গ্রামের মৃত আজদর আলীর ছেলে ও আও'লীগ নেতা নুরুজ্জামান মোল্লার ছোট ভাই তাজুল ইসলাম মোল্লা কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য বামৈ বড় বাজারে সিলেটের সমাবেশ সফলতার লক্ষ্যে এক প্রস্তুতি সভার দিন লাখাই থানার পুলিশের সাথে বি এন পির নেতা কর্মীদের সাথে দাওয়া পাল্টা দাওয়া ঘটনায় পুলিশ আহত হয় এবং বিস্ফোরকের ঘটনায় লাখাই থানায় নিয়মিত মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান আমার দিকনির্দেশনায় আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তারকৃত আসামী কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন।
© Deshchitro 2024