কুড়িগ্রামে নাগরিক সমাজের উদ্যোগে ৬ দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। কুড়িগ্রাম বিজয়স্তম্ভ চত্বরে এ মেলার উদ্বোধন করেন কথা সাহিত্যিক তৌহিদুর রহমান। 


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ। বইমেলা উদযাপন  পরিষদের সদস্য সচিব সফি খান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও লেখক সাংবাদিক মোঃ সাহাবুদ্দিন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজার রহমান, কথা সাহিত্যিক আবু রায়হান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ইউসুফ আলমগীর। 


বইমেলা উপলক্ষ্যে কুড়িগ্রামের ৩ গুণী ব্যক্তি নাট্যজন গোলাম সারওয়ার, প্রবীণ নাগরিক এ্যাড. এ.টি.এম এনামুল হক চৌধুরী চাঁদ, চিত্রশিল্পী রেজাউল হক লিটনকে সম্মাননা প্রদান করা হয়। মেলায় বিভিন্ন প্রকাশনী ও লাইব্রেরীর অর্ধশতাধিক স্টল অংশ নিচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে প্রচ্ছদ, কুড়িগ্রাম।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024