দিল্লি থেকে দোহা যাচ্ছিল ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট। কিন্তু উড্ডয়নের পরই এক যাত্রী প্লেনের মধ্যে অসুস্থতা বোধ করেন। এরপর পাইলট পাকিস্তানের করাচিতে প্লেনটি জরুরি অবতরণ করান। কিন্তু অবতরণের পর বিমানবন্দরের মেডিকেল দল ওই যাত্রীকে মৃত ঘোষণা করে। এক বিবৃতিতে এয়ারলাইনটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর ওই মরদেহ নিয়ে প্লেনটিকে ফের করাচি থেকে দিল্লি ফিরে আসার অনুমোদন দেওয়া হয়।


একটি সূত্র জানিয়েছে, ওই যাত্রীর জীবন বাঁচাতেই প্লেনটিকে করাচিতে জরুরি অবতরণ করানো হয়। ভুক্তভোগী নাইজেরিয়ার নাগরিক। তার বয়স আনুমানিক ৬০ বছর।


ইন্ডিগো জানায়, এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। তার পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়। অন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।


তাছাড়া চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার মস্কো থেকে ২৪০ জনকে নিয়ে গোয়ায় যাচ্ছিল আজুর এয়ারের একটি চাটার্ড প্লেন। ভারতের আকাশসীমানায় ঢোকার আগেই গোয়া বিমানবন্দরে একটি মেইল আসে। ওই মেইলে বলা হয়, প্লেনটির মধ্যে বোমা রাখা আছে। তার পরই তড়িঘড়ি করে প্লেনটিকে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি।


বিমানবন্দরের এক কর্মকর্তা সংবাদমাধ্যম পিটিআইকে জানায়, মেইলে হুমকির আসার পরে সেটিকে ঘুরিয়ে উজবেকিস্তানের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও পরে ঘটনার সত্যতা মেলিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024