খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও ইউএনডিপি'র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ড: লিলি নিকলোস।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে স্কুলের শিক্ষার্থী ও মাদার'স ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের Senior development Adviser, বাংলাদেশী নাগরিক রিফাত জান্নাত আগত অতিথিদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত আছেন। এ সময়উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ফাতেমা, ইউএনডিপি বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার সুপ্রদিব চাকমা। পরে, অতিথিরা ইউএনডিপি'র বিভিন্ন প্রকল্প ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024