বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে কে উঠবে? সিদ্ধান্ত ঝুলেছিলো ১২ হাজার ৫০০ কিলোমিটার ব্যবধানে পৃথিবীর দুই প্রান্তে। আহমেদাবাদ এবং ক্রাইস্টচার্চে। আহমেদাবাদে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং ভারত। ক্রাইস্টচার্চে মুখোমুখি নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা।


তবে, আহমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের জয়ের পরপরই নিশ্চিত হয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দল হলো ভারত। শ্রীলঙ্কার পরাজয়ের কারণে ভারতের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেলো। টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারতীয়রা।


শ্রীলঙ্কা যদি জিতে যেতো তাহলে তারাই থাকতো দ্বিতীয় স্থানে। সে ক্ষেত্রে আহমেদাবাদে ভারত জিতলেও তাদের ফাইনাল খেলা নিশ্চিত হতো না। কারণ, শ্রীলঙ্কার আরও একটি টেস্ট বাকি রয়েছে। এখন লঙ্কানরা হেরে যাওয়ার ফলে শেষ টেস্টে তারা জিতলেও লাভ হবে না। আহমেদাবাদ টেস্ট নিশ্চিত ড্র হতে যাচ্ছে। এই টেস্টের ফলই ভারতকে শীর্ষে ধরে রাখবে।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যে স্বপ্ন শ্রীলঙ্কার ছিল, সেটা শেষ করে দিয়েছেন কেনে উইলিয়ামসন। দুর্দান্ত ব্যাটিং করে তিনি শেষ বলে ২ উইকেটের ব্যবধানে জয় এনে দিয়েছেন নিউজিল্যান্ডকে।


উইলিয়ামসনের সঙ্গে অসাধারণ ব্যাটিং করেছেন ড্যারিল মিচেলও। প্রথম ইনিংসে ১০২ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন ৮৬ বলে ৮১ রান। তার এই দুটি ইনিংসই কিউইদের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। যে কারণে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।


নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের কারণে চার নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। তিনে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ৬০.২৯। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫৫.৫৬ এবং চতুর্থস্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৪৮.৪৮। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে তারা জিতলে পয়েন্ট হবে ৫২.৭৮।


আহমেদাবাদে ভারত হেরে গেলেও তাদের ফাইনাল নিশ্চিত। কারণ, অস্ট্রেলিয়ার কাছে এই টেস্টে হারলেও ভারত দুইয়েই থাকবে এবং তাদের পয়েন্ট হবে ৫৬.৯৪। টেস্ট ড্র হলে ভারত শেষ করবে ৫৮.৮০ পয়েন্ট নিয়ে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024