|
Date: 2022-08-20 16:44:12 |
◾ স্পোর্টস ডেস্ক
টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি। প্রস্তুতি হিসেবে এগুলো। যদি আমি মনে করি এখনই এক দিন-দুই দিনে কিছু পরিবর্তন করে ফেলব বা অন্য কেউ এসে পরিবর্তন করে দিতে পারবে, তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।
তিনি বলেন, আমাদের যদি বাস্তবিক চিন্তা আপনি করেন, আশা করি আমরা যখন বিশ্বকাপ খেলব, একটা উন্নতি যদি দেখতে পারেন--ওটাই আসলে আমাদের... (প্রাপ্তি)।
শনিবার (২০ আগস্ট) একটি অনুষ্ঠানে যোগদানের পর সাকিব সংবাদ মাধ্যমে এ কথা বলেন।
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ২৪ তারিখ সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। ৩০ আগস্ট শুরু হবে টাইগারদের এশিয়া কাপের মিশন।
টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন ধরে সফলতার দেখা পাচ্ছে না বাংলাদেশ। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আরও খারাপ। সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজেও মিলেছে হারের দেখা। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে সংক্ষিপ্ত এ ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা এবার হয় তো বদলে যাবে টাইগার ক্রিকেট।
তবে বিশ্বসেরা অলরাউন্ডার মনে করিয়ে দিলেন দুই-এক দিনে সবকিছু বদলে যাবে না।
এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্ব টপকাতে পারলেই সুপার ফোরে উঠবে টাইগাররা। দেশসেরা অলরাউন্ডার আসন্ন এশিয়া কাপ থেকে বিশ্বকাপকে নিয়ে বেশি ভাবনায় আছেন বলেন জানান।
© Deshchitro 2024