|
Date: 2023-03-13 12:39:55 |
নানা কারণে রাজনীতি থেকে ভালো লোকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন উল্লেখ করে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে মূল্যায়ন করলে রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়বে। বাংলাদেশ অনেকাংশে রেমিট্যান্সনির্ভর।
অথচ রেমিট্যান্সযোদ্ধারা বিমানবন্দরে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। প্রবাসীদের কল্যাণে রাষ্ট্রীয়ভাবে নানা ঘোষণা থাকলেও তার বাস্তব চিত্র খুব একটা চোখে পড়ে না।
তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন জড়িত। তাই দীর্ঘদিন চট্টগ্রামের জনগণের দাবি আদায়ে সোচ্চার ছিলাম এবং এখনো আছি।
প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, দৈনিক নয়াবাংলা সম্পাদক জেডএম এনায়েতউল্লাহ, মুক্তিযুদ্ধের গবেষক মোহাম্মদ শামসুল হক।
সঞ্চালনায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। ব্যারিস্টার মনোয়ার হোসেনের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।
প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেছেন, বহুমাত্রিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আনন্দিত। তিনি ক্লাবের কল্যাণে পাশে থাকবেন বলে বিশ্বাস করি।
ব্যারিস্টার মনোয়ার হোসেনকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
© Deshchitro 2024