শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাস সীডস কর্মসূচির আয়োজনে হারিয়াকোনা জাসেংআ ও বালবিয়া ওয়ার্ড কমিটির অংশগ্রহণে সংগঠন উন্নয়ন ও রেজিষ্ট্রেশন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সোমবার সংগঠন উন্নয়ন ও রেজিষ্ট্রেশন বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা সমবায় অফিসার নুরুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন, কারিতাস শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিৎ মৃসহ মাঠ সংগঠকগণ। এতে অংশগ্রহণ করেন, হারিয়াকোনা জাসেংআ ও বালবিয়া ওয়ার্ড কমিটি। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024