আশাশুনিতে পিপলস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি)-এর ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল ১০.৩০ টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিপল এগেনেষ্ট ভায়োলেন্স ইন এভরিওয়ার (পেভ) এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, দি-হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তারের সঞ্চালনায় সভায় পিএফজি উপজেলা কো-অর্ডিনেটর উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সদস্য জি এম মুজিবুর রহমান, এ্যাম্বাসেডর এস কে হাসান, গোলাম মোস্তফা, প্রেসক্লাব সাবেক সভাপতি জি এম আল ফারুক, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, জাপা সভাপতি রুহুল আমিন, সেক্রেটারী ইয়াহিয়া ইকবাল, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পিএফজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এলাকায় সম্প্রীত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মতবিনিময় ও করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024