আশাশুনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা রিসোর্স সেন্টারে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাাকিম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক আঃ রহিম ও তাপসী রানী সরকার। সহকারী শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইনের সাঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024