"মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট  বাংলাদেশ গড়ার দীক্ষা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয়  প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
 উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আক্তার হোসেনের  সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমতির সভাপতি প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র মন্ডল, শ্যামনগর থানার এস আই রাজিব, প্রধান শিক্ষক পরিমল কর্মকার প্রমুখ । আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024