বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার (১৩ মার্চ) বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সোমবার বিকেলে বলাকায় পৌঁছালে সাকিবকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তার সৌজন্যে কেক কাটা হয়। এ সময় বিমানের পরিচালক ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।


সাকিব আল হাসান একসময় বিমানের ক্রিকেট দলের সদস্য ছিলেন। বিমানের ক্রিকেট দল ও স্পোর্টসের উন্নয়ন বিষয়ে সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024