|
Date: 2023-03-13 14:48:10 |
আগামী সপ্তাহে রাশিয়ায় সফরে যাওয়ার পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্টের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
রাশিয়ায় এ সফরের বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এ বিষয়ে ক্রেমলিনও কিছু জানায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে এক ভাষণে শি জিনপিংকে মস্কো সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মাত্র সপ্তাহ কয়েক আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনের ওপর অভিযোগ আনেন। অ্যান্থনি ব্লিঙ্কেনের দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার কথা ভাবছে বেইজিং। তবে এ অভিযোগ অস্বীকার করে দিয়েছে চীন।
এমন অভিযোগের মুখে রাশিয়ায় সফর করলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দূরে ছিটকে যাবে চীনের সম্পর্ক।
এদিকে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ১২ দফা শান্তি প্রস্তাব দিয়েছে চীন। তবে তা প্রত্যাখ্যান করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
শি জিনপিংয়ের এ সফরে চীনের আনীত শান্তি প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে।
গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিরপেক্ষ ভূমিকার দাবি করে মস্কোর পক্ষ নিয়ে আসছে চীন।
সম্প্রতি ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করেছে পশ্চিমা দেশগুলো। এজন্য রাশিয়াকেও অস্ত্র সরবরাহ শুরু করবে কিনা এ সফরে তাও আলোচনায় থাকতে পারে।
© Deshchitro 2024