|
Date: 2023-03-13 14:56:34 |
অনেকেই তো পিকনিক খাচ্ছে দুরপাল্ল বাস ভারা করে কেউ নদীতে নৌকা দিয়ে অনেক দুরে আবার কেউবা বিভিন্ন পিকনিক স্পটে। এমনি এক পিকনিক এর আয়োজন করেছিলো ছোট ছোট শিশু মাওয়া ও সিমা ও তাদের ছোট্ট বন্ধুরা। হঠাৎ মামাত ফুফাতো দুই বোনে মাঝে ঝগড়া সৃষ্টি হয়। দুই বোনের ঝগড়াঝাটিকে কেন্দ্র করে ভাগ্নির শরীরে গরম পানি ঢেলে দেয় মামী। ঝলছে যায় শিশু মাওয়ার শরীরের কিছু অংশ।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১০ মার্চ) বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগন্জ চৌধুরী বাজার এলাকায়। শিশু মাওয়া ওই এলাকার মজিবর রহমানের কন্যা।
শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্হ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছে।গরম পানিতে ঝলসে যাওয়া ওই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী।
এই ঘটনায় দগ্ধ শিশুটির বাবা মজিবর রহমান বাদী হয়ে সোমবার (১৩ মার্চ) দূপুরে
থানায় অভিযোগ করলে পুলিশ ওই দিন বিকেলেই অভিযুক্ত শাহনাজ বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।আটক শাহনাজ ওই এলাকার সোলেমান হোসেনের স্ত্রী।
© Deshchitro 2024