চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব ফরহাদাবাদী গাউছে ভান্ডার অলিয়ে মোকাম্মেল,ফানাফিল্লাহ্, বাকাবিল্লাহ্,হযরত শাহ্ছুপী মৌঃ মতিয়র রহমান শাহ্ (রাঃ বি,এ) ছাহেবের পবিত্র জন্মবার্ষিকী ওরশ শরীফ উপলক্ষ্যে মাজার শরীফে ১০/৩/২০২৩ ইং রোজ শুক্রবার জিয়ারত সম্পন্ন করেন।

উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান,বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন সভাপতি- জনাব,আলহাজ্ব এটিএম পেয়ারুল ইসলাম । ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,ইঞ্জিনিয়ার মোঃ হারুন,দরবারে সাজ্জাদানশীন শাহজাদা মোঃ কামাল শাহ্'র সম্মতিক্রমে,মোনাজাত করেন,দরবারে সাজ্জাদানশীন,শাহাজাদা কাজী মাওলানা আলহাজ্ব আব্দুল হালিম শাহ্। 


এছাড়া আরও উপস্থিত ছিলেন,দরবারে আওলাদ,শাহজাদা মোঃআব্দুল করিম শাহ,শাহাজাদা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মতিন শাহ্,শাহজাদা ড. আব্দুল আজিম শাহ্,শাহজাদা,মাওলানা মো: মহিউদ্দিন শাহ্,শাহজাদা ইঞ্জিনিয়ার তিতুমীর বান্না শাহ্ এবং মানবতার আহবান ফাউন্ডেশন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন প্রমুখ। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024