|
Date: 2022-08-21 12:54:03 |
◾ নিউজ ডেস্ক
গতকাল রোজ শনিবার বিকাল ৩.০০টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা কলেজ ছাত্রদলের হল কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সভা সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক, সহ সভাপতি ওবায়দুল হক পিয়েল, সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইমন, মাহিবুর রহমান টিপু, মামুনুর রহমান, দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাদবর।
সভায় ২০১৫-১৬ সেশন থেকে ২০২০-২১ সেশনের প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। তারা সবাই বিভিন্ন দিক তুলে ধরে তাদের বক্তব্য প্রদান করে ও হল কমিটিতে কাঙ্খিত পদ পেতে অভিমত ব্যক্ত করেন।
ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, "অতি দ্রুত সময়ের মধ্যে মেধাবী, ত্যাগী, পরিশ্রমী ও বর্তমানে কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের দিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের হল কমিটিগুলো দেওয়া হবে।"
ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক জনাব তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তনে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত সকল প্রোগ্রামে ঢাকা কলেজ ছাত্রদলের হল পর্যায়ের নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে।"
© Deshchitro 2024