|
Date: 2023-03-15 08:47:40 |
নবগঠিত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের লিখিত পরিচিতি উপজেলা ভূমি অফিসার আসমা জাহান সরকারের হাতে গতকাল ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে সৌজন্য এক সাক্ষাতে অর্পিত করেন নবগঠিত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের বিভিন্ন কথা মনোযোগ সহকারে তিনি শুনেন।
ভূমি অফিসার আসমা জাহান সরকার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের তথ্য প্রকাশের মাধ্যমে জনগণ সচেতন হন।
তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সম্পদকে যথাযথ রক্ষণাবেক্ষণ করে প্রবাসীদের হাতেই ফিরিয়ে দিতে চায়।
প্রবাসীরা যদি নিজেদের আইডি কার্ড গ্রহণ না করেন তাহলে দেশে অর্জিত এবং পূর্ব পুরুষদের সম্পত্তি ভোগ থেকে তারা বঞ্চিত হবেন।
এই বিষয়টি সাংবাদিকরা লিখনীর মাধ্যমে তুলেধরার জন্য তিনি আহবান জানিয়েছেন।
সে সময় উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন, সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল,
সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, সহ সভাপতি এ কে এম তুহেম, সহ সভাপতি মজলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়েস্তা মিয়া, কোষাধ্যক্ষ আতাউর রহমান রাসেল, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব।
© Deshchitro 2024