আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন রুমে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী এর  সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহফুজার রহমান, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলীসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ দিন 'নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী' শ্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় জয়পুরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024